কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ৩১ কেজি ৫’শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলা থেকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো চাঁদপুর জেলার কচুয়া থানার মাশনীগাছা গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. কাশেম (৩৫), কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার লালবাগ গ্রামের মৃত সৈয়দ আব্দুর রাজ্জাকের মেয়ে সৈয়দা খাদিজা আক্তার (৩৫), বরিশাল জেলার বানারীপাড়া থানার বানারীপাড়া উত্তরপাড়া (খেজুরপাড়া) গ্রামের হোসেন বেপারীর ছেলে কবির (৪১), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জ নজিবটুলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে মো. সুজন আলী (২১), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জ নজিবটুলা গ্রামের ফিটু আলীর ছেলে মো. হাসান আলী (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর বাকরুলী গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মোঃ জুয়েল (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড ও দাউকান্দি মডেল থানাধীন টোলপ্লাজা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছয়জন মাদক ব্যবসায়ীকে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেট,২ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur