চাঁদপুর শাহরাস্তি পৌরসভা নির্বাচনে ৩ মেয়র ও ৬৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র জমার শেষ দিন নির্বাচন রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার শিরিন নিকটে এ মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন উপলক্ষে শাহরাস্তি পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী এবং সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তফা কামাল মনোয়নপত্র দাখিল করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি /সম্পাদক ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ১২ টি ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর ৫৩ জন মনোনয়নপত্র জমা দেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন।
আগামি ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur