আসন্ন চাঁদপুর সদর উপজেলাধীন ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সাধারণ মেম্বার পদে ৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় চাঁদপুর সদর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেন।
এ সময় সদর উপজেলা রিটানিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
৩ ফেব্রুয়ারি মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ ফেব্রুয়ারি মন পত্র যাচাই বাছাই করা হবে এবং ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামি ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মেম্বার পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ড থেকে দুলাল বেপারী,২নং ওয়ার্ড থেকে মোঃ মনির শেখ, ৩নং ওয়ার্ড থেকে মোঃ শফিক রাঢ়ী, ৪নং ওয়ার্ড থেকেমোঃ হারেস মজুমদার, ৫নং ওয়ার্ড থেকে মোঃ হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ড থেকে শাহ আলম মাঝি, ৭নং ওয়ার্ড থেকে মোঃ হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ড থেকে মোঃ ফারুক মাঝি ও
৯নং ওয়ার্ড থেকে মোঃ জহির হাওলাদার।
সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড থেকে হোসনে আরা বেগম বিউটি, ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে হাসিনা আক্তার এবং ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে সিমা আক্তার।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,২ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur