সৌদি আরব থেকে এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে নিজ দেশে ফেরার পর যেসব প্রবাসীকর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী তিন বছর সৌদি আরব যেতে পারবেন না। রবিবার সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ায় যারা সৌদি আরব যেতে পারেননি তাদেরকে আগামী তিন বছরের মধ্যে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগকর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।’
করোনা মহামারির কারণে বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় এক্সিট ও রিএন্ট্রি ভিসায় আসা অনেক দেশের প্রবাসীকর্মী আটকা পড়েন। যাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
ঢাকা ব্যুরো চীফ,১ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur