কচুয়া উপজেলার চাংপুর গ্রামে এক প্রবাসীর নতুন বাড়িতে সুকৌশলে টিনের বেড়া কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে চাংপুর গ্রামের সৌদি প্রবাসী সাখাওয়াত হোসেনের গৃহে অজ্ঞাত একদল চোর গৃহে প্রবেশ করে তার গৃহের গ্যাস সিলিন্ডার,ফ্যান,কম্বলসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
প্রবাসী সাখাওয়াত হোসেনের স্ত্রী মোসা: রাহিমা বেগম জানান, আমার স্বামী প্রবাসে থাকায় ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকায় থাকি। নিজ গ্রামে নতুন বাড়িতে মাঝে মাঝে আসি।
বৃহস্পতিবার একদল চোর আমার বসতঘরের পূর্ব পাশের টিন কেটে গৃহে প্রবেশ করে মূল্যমান মালামালসহ প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। খবর পেয়ে শুক্রবার বাড়িতে এসে বিষয়টি দেখতে পাই। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বর্তমানে তার ছেলে মেয়েদের নিয়ে চরম আতঙ্কে রয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur