কুমিল্লায় ২৯ হাজার ৪০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
দুপুরে কুমিল্লার র্যাব ১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকায় ১টি শুকটিবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ২৯ হাজার ৪০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিনব কায়দায় শুটকির প্যাকেটে করে এই ইয়াবাগুলি ঢাকায় পাচার করা হচ্ছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো চট্টগ্রাম জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোঃ শাহীন ও এইক গ্রামের মৃত ফজল আহমেদ এর ছেলে জহির আহমেদ। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ৩১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur