চাঁদপুর শাহরাস্তিতে ৩ ফার্মেসীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২৬ জানুয়ারি মঙ্গলবার শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে পপুলার ফার্মেসী, আনোয়ারা ফার্মেসী ও মডার্ণ ফার্মেসীতে আনরেজিস্ট্রার্ড ঔষধ ,ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদহীন ঔষধ পাওয়ার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় সূত্রে জানায় চিতোষী পূর্ব ইউনিয়ন চিতোষী বাজারে বিভিন্ন ফার্মেসিতে আনরেজিস্টার ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদহীন ওষুধ রাখার দায়ে এ অর্থ দন্ড প্রদান করা হয়।
উক্ত তিনটি ফার্মেসীকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্টে সহায়তা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের ড্রাগ সুপার এবং শাহরাস্তি থানার একজন এসআইসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
প্রতিবেদকঃমোঃ জামাল হোসেন,২৭ জানুয়ারি ২০২১