Home / চাঁদপুর / চাঁদপুরে ১ হাজার ৮শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
চাঁদপুরে ১ হাজার ৮শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চাঁদপুরে ১ হাজার ৮শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আশিক বিন রহিম :

চাঁদপুর জেলা কোস্টাগার্ডের অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার ৮শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

শনিবার দিবাগত রাত ১১টায় চাঁদপুর লঞ্চঘাটে এমবি জাহিদ-৩ থেকে পাচারকালে পলিথিনগুলো জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের মূল্য আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা।

চাঁদপুর কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন কমান্ডারএম মকবুল হোসেন এসসিপিও (এক্স) গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি জাহিদ-৩-এ তল্লাশি করে ১ হাজার ৮শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম মকবুল হোসেন এসসিপিও (এক্স) জানান, ‘জব্দকৃত পলিথিনের মূল্য আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা।’

আটক পলিথিন রোববার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৪:১৯ অপরাহ্ন, ২৭ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ১২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি