Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৭৫০, সুস্থ ২৫৯৮
করোনা শনাক্তের সংখ্যা, করোনা শনাক্তের সংখ্যা

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ২৭৫০, সুস্থ ২৫৯৮

চাঁদপুরে করোনা ল্যাব থেকে ৬১টি রিপোর্টের মধ্যে ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৫০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৭জন। সুস্থ হয়েছেন ২৫৯৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৫জন।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন, হাজীগঞ্জের ১জন, কচুয়ার ১জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি।

২৪ জানুয়ারি রোববার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৫০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১৯৪জন, ফরিদগঞ্জে ৩০৩জন, মতলব দক্ষিণে ২৯৭জন, শাহরাস্তিতে ২৫২জন, হাজীগঞ্জে ২৩১জন, মতলব উত্তরে ২০৬জন, হাইমচরে ১৭২জন ও কচুয়ায় ৯৫জন।

করোনায় জেলায় মোট ৮৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৭জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট,২৫ জানুয়ারি ২০২১