দেশে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিবন্ধীদের মাঝে ২৪ জানুয়ারী রবিবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে কম্বল চাঁদপুর ডিজএ্যাবল্ড পিপলস্ অর্গনাইজেশন টু ডেভেলপমেন্ট (চাঁদপুর-ডিপিওডি) এর উদ্যেগে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক মহিউদ্দিন প্রমুখ।
এসময় আয়োজক সংস্থার চাঁদপুর-ডিপিওডি-এর পরিচালক মমতাজ উদ্দিন বলেন, আমাদের সংস্থার কাজ হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের কথা সরকারী ব্যক্তি, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের মনে করিয়ে দেওয়া। যে কোন কাজে প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বিবেচনা করার কাজটিকে তরান্বিত করা। তারই ধারাবাহিকতায় এই কর্মসূচী হাতে নেওয়া হয়।
প্রতিবেদক:শিমুল হাছান,২৪ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur