এসএসসি ২০০২ ব্যাচের বন্ধুরা নিজেদের অর্থ দিয়ে মাঘের তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে। ২২ জানুয়ারি শুক্রবার সকালে তারা ফরিদগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে।
ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উইন্টার ওয়ার্ম নামে ২০০২ ব্যানারে শীতার্তদের মাঝে এই উপহার তুলে দেয়।
আছিফুর রহমান ছোটনের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সহকারি শিক্ষক রফিক পাঠান, আনসার উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, ২০০২ ব্যাচের সদস্য আবু সুফিয়ান শাহীন, আব্দুল গাফ্ফার সজিব, আমিনুল, মিঠুন, রাজিব, শরীফ, রুবেল, সোহেল গাজী, সোহেল, বোরহান উদ্দিন, জুয়েল, গাফ্ফার মিন্টু প্রমুখ।
প্রতিবেদক:শিমুল হাছান,২২ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur