চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে চাঁদপুর শহরের সংবাদপত্র বিলিকারকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে চাঁদপুর সংবাদপত্র বিলিকারক সমিতির সভাপতি মোঃ আবু হানিফের হাতে কম্বল তুলে দেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী ও শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, মাহবুবুর রহমান সুমন, ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক শওকত আলী, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাছান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের প্রমুখ।
স্টাফ করেসপন্ডেট,২১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur