কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংস হোমভেন্যু করলেও ঘরের মাঠেই প্রথম হারের স্বাদ নিতে হয়েছে মোহামেডানকে। নিজেদের হোম ভেন্যুতে প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং কাবের কাছে হারতে হলো দলটিকে।
কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২-১ গোলের ব্যবধানে মোহামেডান স্পের্টিং ক্লাবকে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
২১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগের ম্যাচটি দিয়ে কুমিল্লার মাঠে খেলা শুরু হয়। টান টান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধের প্রথম ৩০ মিনিট খেলা নিজেদের নিয়ন্ত্রনে রাখলেও সাইফ স্পোর্টিংয়ের স্ট্রাইকারদের নৈপুন্যে ৪৩ মিনিটে আরিফুল ইসলামের গোলে এগিয়ে যায় সাইফ। পিছিয়ে পরা মোহামেডানের ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরো একটি গোল হজম করতে হয় মোহামেডানকে। সাইফ স্পোর্টিং ক্লাবের বিদেশী খেলোয়ার মিডফিল্ডার জন্ ওকলি ৪৬ মিনিটে পরের গোলটি করে ২-০তে এগিয়ে দেয় দলকে।
দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই নিজেদের খেলায় ছন্দ ফেরানো চেষ্টা করে মোহামেডান। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমনে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় গোল দিয়ে ব্যবধান কমিয়ে আনে মোহামেডানের অধিনায়ক আরেক বিদেশী খেলোয়ার জাপানি ফুটবলার ওরিও নাগাতা। এর পর বার বার চেষ্টা করেও খেলায় সমতা আনতে পারেনি মোহামেডান।
এর আগে বিকাল আড়াইটায় কুমিল্লার মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার ফারুক আহমেদ। এসময় কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সদস্য মাহবুবুল আলম চপল, দেলোয়ার হোসেন জাকিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেলা শুরু আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রয়াত সহ-সভাপতি বাদল রায়ের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আগামী ২৩ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের সঙ্গে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। সেদিন মাঠে থেকে খেলা উপভোগ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur