চাঁদপুর শাহরাস্তিতে সিএনজির ধাক্কায় প্রাণ গেল এক প্রতিবন্ধী শিশুর। ২১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সুচিপাড়া উত্তর ইউনিয়নের দোয়াভাঙ্গা থেকে পানিওয়ালা সড়কের শোরসাক উত্তরপাড়া নূরানী মাদ্রাসা সংলগ্ন এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
শোরসাক গ্রামের নুরানি মাদ্রাসার পাশে বেপরোয়াগতিতে আসা সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী মোঃ ছাদেক হোসেন(৭) নামে এক শিশু ঘটনাস্থেলে নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শোরসাক তপদার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে ছাদেক হোসেন বাড়ির পাশে নুরানি মাদ্রাসার সামনে গেলে বেপরোয়াভাবে সিএনজিটি এসে ছাদেক কে ধাক্কা মারলে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। ছাদেক নামের এই শিশুটির। এ সময় উত্তেজিত জনতা সিএনজিটি আটক করে।
পরে থানা পুলিশ এসে আটককৃত সিএনজিটি থানায় নিয়ে আসেন। শিশু ছাদেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur