হাজীগঞ্জে এক কিশোরীর প্রায় ৮ দিন ধরে নিখোঁজ। পরিবারের পক্ষ ১৩ জানুয়ারি মামা মজিবুর রহমান বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী দায়ের করেন যার মামলা নং ৪৯৬।
লিখিত অভিযোগে জানা যায়, ১২ জানুয়ারি ভোর ৬টার দিকে পৌর এলাকার মকিমাদ মামার বাসা থেকে কোথায় যেন হারিয়ে যায়। কিশোরীর নিজ গ্রাম পৌর এলাকার রান্ধুনীমুড়া জাফর মেম্বারের বাড়ির আলী আরশাদের মেয়ে নপুর আক্তার মীম (১৫)। সেখানে অবহিত করে স্বজনদের বাড়িতে সন্ধান করেও কোন খোজখবর না পেয়ে পরের দিন মামা বাদী হয়ে থানায় নিখোঁজ ডায়েরী দায়ের করেন।
কিশোরীর গায়ের রং সুন্দর, মূখমন্ডল হালকা লম্বাটে, চোঁখের বর্ন ও চুলের বর্ন কালো, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। তার গায়ে পিন্টের সেলোয়ার কামিজ ছিল।
চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। মেয়েটির সন্ধ্যান ফেলে হাজীগঞ্জ থানাকে অবহিত করতে পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur