চাঁদপুর হাজীগঞ্জে ১৫ জন পত্রিকা বিলিকারকে দুইটি করে কম্বল দিলেন ইউএনও বৈশাখী বড়ুয়া। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে তাদের এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা।
এ সময় বৈশাখী বড়ুয়া বলেন, যেখানে অসহায় শীতার্ত মানুষের খবর পাই সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ উপহার কম্বল নিয়ে ছুটে যাই। আজ পত্রিকা বিলিকারকদের মাঝে তা বিলিয়ে দেই। আমরা অসহায়দের পাশে আছি। সবসময় থাকব।
স্টাফ করেসপন্ডেট,২০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur