চাঁদপুরে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে কোহিনুর বেগম (৩০) নামের দু’সন্তানের জননী বিষ খেয়ে আত্মহত্যা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৮ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শহরতলীর মঠখোলা এলাকার পালকান্দি গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। মো.আরিফুল ইসলাম গাজীর স্ত্রী।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেন সোমবার রাত সাড়ে ৮টার দিকে পালকান্দি গাজী বাড়ি থেকে কুহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার পর থেকে কোহিনুরের অভিযুক্ত স্বামী আরিফুল ইসলাম পলাতক রয়েছে পুলিশ জানান।
কোহিনুরের পরিবার জানায়, যৌতুকের জন্য আরিফুল প্রায় সময় কোহিনুরকে মারধর করতো। ঘটনার দিন ও তাকে সন্ধ্যায় মারধর করে।
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে কোহিনুর বিষ খেয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয়। এর আগে তারা শহরের শহীদ মুক্তিযুদ্ধা সড়কস্থ শহীদ মিনাার সংলগ্ন এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতো।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৯ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur