চাঁদপুর শাহরাস্তিতে দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।১৬ জানুয়ারি শনিবার বেলা ১১ টার দিকে সুচিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডমার্ক ওভারসীজ লিমিটেডের পক্ষ হতে এ সামগ্রী বিতরণ করা হয়।
মোঃ মনির হোসেন বি এস সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও গোল্ডমার্ক ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের মোঃ ওয়াজেদ। ছাত্রনেতা মিজানুর রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নোমান হোসেন আখন্দ, যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন কাজল, রাশেদ আলম অপু।
উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শহীদুল ইসলাম সেলিম, ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী নূরুল ইসলাম পারভেজ, ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ আলী হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ শেখ ফরিদ, বিপ্লব খান, সূচীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবলু মিয়াজী, মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সাগর, নিজাম খান, ইয়ামিন হোসেন বাপ্পী, সাগর, জহির প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে আবু নাছের মোঃ ওয়াজেদ বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১৬ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur