শাহরাস্তিতে স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ঐচ্ছিক তহবিল হতে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
১৪ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নিবার্হী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে টেলিকনফারেন্সে মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম,বীর উত্তম এম পি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় মাননীয় সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এম পি মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে ৭ হাজার ৫ শত ৭৫ পচাত্তর টাকা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৭ জনকে সর্বমোট ১ লক্ষ ২৮ হাজার ৮ শত করে অনুদানের নগদ টাকা বিতরণ করা হয়।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,১৫ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur