ফরিদগঞ্জ পৌরসভা নিবার্চনে ধানের শীষ প্রতীক পেলেন পৌর যুবদলের আহবায়ক মো.ইমাম হোসেন পাটওয়ারী।
বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইমাম হোসেনকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়।
মো.ইমাম হোসেন রাজনৈতিক জীবনে উপজেলা ছাত্রদলের সাবেক সমাজ কল্যান সম্পাদক, পৌর বিএপির সাবেক যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের আহবায়কের দায়ীত্ব পালন করেন।
এসময় মেয়র প্রার্থী ইমাম হোসেন বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন হলে আগামী ১৪ ফেব্রুয়ারীর নিবার্চনে আমার বিজয় সু-নিশ্চিত। আমি পৌরসভার সর্বস্তরের জন সধারনের কাছে দোয়া সহযোগীতা ও ভোট চাই।
এদিকে ইমাম হোসেনর ধানের শীষের প্রতীক পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অভিনন্দনের হিঁড়িক পড়ে।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ফরিদগঞ্জ পৌরসভা সহ দেশের ৫৬টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিবেদকঃশিমুল হাছান,১৪ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur