Home / আন্তর্জাতিক / করোনার নতুন স্ট্রেইন জার্মানিতে
করোনার নতুন স্ট্রেইন জার্মানিতে
করোনাভাইরাসের প্রতিকি ছবি

করোনার নতুন স্ট্রেইন জার্মানিতে

জার্মানিতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনার নতুন স্ট্রেইনের সন্ধান মিলেছে। এক বিবৃতিতে জার্মান সরকার এ তথ্য জানিয়েছে।

এর মধ্য দিয়ে জার্মানিতেও পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকার কোভিড স্ট্রেইন। এখন পর্যন্ত একজনের শরীরেই নতুন স্ট্রেইনের নমুনা মিলেছে। খবর ডয়েচে ভেলের।

তবে ওই ব্যক্তির পরিবারের বাকি সদস্যদের করোনার নমুনাও বিশেষ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। কয়েক দিন আগেই পরিবারটি দক্ষিণ আফ্রিকা থেকে জার্মানিতে ফিরেছে।

বেশ কিছু দিন দক্ষিণ আফ্রিকায় থাকার পর সপ্তাহকয়েক আগে জার্মানির বাডেন শহরে ফিরেছে একটি পরিবার। বিমানবন্দরেই পরিবারের সবার করোনা টেস্ট হয়। কিন্তু তখন করোনার রিপোর্ট নেগেটিভ আসে।

দিনকয়েক আগে ওই পরিবারটি এবং আশপাশের আরও কয়েকটি পরিবারের করোনার মৃদু লক্ষণ দেখা যায়। আবারও সবার করোনা পরীক্ষা করার পর সবার শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে একজনের শরীরে দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন পাওয়া গেছে। এই প্রথম জার্মানিতে কারও শরীরে দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন মিলল।

সম্প্রতি করোনার এই স্ট্রেইন গোটা বিশ্বেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকা থেকে এই স্ট্রেইন পৌঁছে ছিল যুক্তরাজ্যে। সেখানে মানুষ দ্রুত করোনায় আক্রান্ত হতে শুরু করেন।

চিকিৎসকদের বক্তব্য, পুরনো করোনার স্ট্রেইনের থেকে এই স্ট্রেইন অনেক বেশি শক্তিশালী। তা দ্রুত ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে
বার্তাকক্ষ, ১৩ জানুয়ারি,২০২১;