এমনিতেই করোনার কারণে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ১০ তারকা ক্রিকেটার। এরই মধ্যে নতুন দুঃসংবাদ পেয়েছে ক্যারিবীয়রা। পূর্বঘোষিত দলের পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড করোনায় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সফরের আগে নমুনা পরীক্ষায় শেফার্ডের করোনা শনাক্ত হওয়ার পর তিনি পুরো সফরের দল থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে ২৪ বছর বয়সী পেসার কিওন হার্ডিংকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানায়, বাংলাদেশ সফরের আগে দলে সুযোগ পাওয়া সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় রোমারিও শেফার্ড বাদে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
তবে আবারো নিশ্চিত হওয়ার জন্য গত ৭ জানুয়ারি, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করানো হয়েছে তাদের।
২৬ বছর বয়সী শেফার্ড এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ৫টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার ছিটকে পড়ায় কপাল খুলেছে ২৪ বছর বয়সী কিওন হার্ডের। এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি বার্বাডোজের এ পেসারের। ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে এ পর্যন্ত ৫৪টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৪ উইকেট।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুই টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে মাঠে গড়াচ্ছে সিরিজটি।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জসুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলঝেরি জোসেফ, কাইল মায়ারস, আন্দ্রে ম্যাকার্থি, জর্ন ওটলে, রভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়ন হারডিং, হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল : ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জসুয়া ডা সিলভা, শেনন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজেরি জোসেফ, কাইল মায়েরস, শায়ান মোসেলে, ভেরাসামি পলমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকেন।
খেলাধুলা ডেস্ক,১১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur