হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মো.সোহেল আলম বেপারীকে মনোনীত করায় পৌর ছাত্রলীগের আয়োজনে রোববার সকালে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি পদ শূণ্য থাকায় স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তানবীর পাটোওয়ারী, সাংগঠনিক সম্পাদক কাজী হাসানুজ্জামান রাজু, বাপ্পী মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক রাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক আল-আমিন, সহ-সম্পাদক যুবায়ের আলম রাকিব, তানভীর হোসেন রাকিবসহ পৌর ছাত্রলীগের সকল ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,১০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur