চাঁদপুরে কচুয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে নবী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
৬ জানুয়ারি বুধবার রাতে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বড়পাঁড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নবী হোসেন উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বড়পাঁড়া গ্রামের মজুমদার বাড়ির আব্দুল রব এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই স্কুলছাত্রী উপজেলার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে এবং নবী একই বাড়ির বাসিন্দা। ঘটনার দিন বুধবার দুপুরে ওই ছাত্রীর মা ঘরে ছিল না। সেই সুযোগে নবী তাকে একান পেয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এমতাবস্থায় তার মা ঘরে আসলে নবী হোসেন দ্রæত পালিয়ে যায়।
ভিকটিমের মা জানায়, এ ঘটনার পর ওইদিন বিকেলে আমি কচুয়া থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, নবী হোসেনকে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়। পরে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৭ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur