চাঁদপুরের আদালতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি সাবেক পৌর কমিশনার রশিদ খানকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
৪ জানুয়ারি সোমবার প্রতারণা মামলার আসামি হিসেবে জুডিশিয়াল ম্যাজিষ্টেট হাসানুজ্জামান এর আদালতে স্বেচ্ছায় হাজির হন। আদালত তাকে ওইদিনই জেল হাজতে প্রেরণ করেন।
চাঁদপুর শহরের ব্যাংক কলোনীর স্থায়ী বাসিন্দা আবু ইউসুফ জায়গাজমি সংক্রান্ত বিষয়ে এই আসামির বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায়ই তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডঃ সফিকুল ইসলাম ভূইয়া বলেন, আদালত এই আসামিকে প্রতারনা মামলায় জেল হাজতে প্রেরণ করেন। বাদী অনেকদিন আগে রশিদ খানকে আসামি করে তার জায়গাজমি সংক্রান্ত প্রতারণার ঘটনায় মামলা করেছিলেন।
সরকার পক্ষের আইনজীবী আ:হালিম বলেন, বাদী তার মামলার সঠিক রায় পেয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।
প্রসঙ্গত,জমি বিক্রিতে প্রতারণা করার কারণে ক্রেতার দায়ের করা মামলায় চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার আঃ রশিদ খান (৫৫) কে ১০ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গত ১৩ ডিসেম্বর রোববার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ হাসানুজ্জামান এই রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত আঃ রশিদ খান শহরের জিটি রোড চেয়ারমানঘাট বিষ্ণুদী এলাকার মৃত আঃ রহিম খানের ছেলে।
প্রতিবেদক:আনোয়ারুল হক,৬ জানুয়ারি ২০২১