চাঁদপুর ব্রিক ফিল্ডের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের অভিযোগ পাওয়া যায়। হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের ১১০ মোহাম্মদপুর মৌজা, এনায়েতপুর কাশিমপুর সড়কের ডাকাতিয়া চরে অবস্থিত নব-নির্মিত চাঁদপুর ইট ভাটাটি গড়ে উঠেছে।
জানা যায়,স্থানীয় ভূক্তোভোগীদের পক্ষে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বাসিন্দা মো. জয়নাল আবদীন মাস্টারের ছোট ছেলে মোহাম্মদ আলী (নোমান) গত ১৯ ডিসেম্বর ২০২০ চাঁদপুর জেলা প্রশাসক বরাবর নব-নির্মিত চাঁদপুর ব্রিকফিল্ড বন্ধের দাবিতে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ,আমরা অত্যন্ত নিম্ন এলাকার বাসিন্দা, একমাত্র কৃষি আমাদের জীবিকার প্রধান উপার্যন, আমাদের গ্রামের ৪০ বর্গ একক জায়গা জুড়ে অবস্থিত বাড়ি রাস্তা-ঘাট, খাল-বিল, অনাবাদী ভূমি ব্যতীত কৃষি ভূমি মাত্র ২৫ বর্গ একর। জনবসতি হারে চাষী আবাদি জমি অতি নগণ্য। এ গ্রামে জনসংখ্যা প্রায় ৫ থেকে ৬ হাজার।
একপশলা আবাদি জমিন সম্পূর্ণ স্কিমের আওতাভুক্ত। এই গ্রামটি ডাকাতিয়া নদীর তীরে কোন গ্যাসা অবস্থিত। সামান্য বৃষ্টিপাত হলে মাঠ পানিতে ডুবে যায়। এতে করে ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নব্য ইটভাটা তৈরি করার কারণে আমাদের এলাকায় ব্যাপক ক্ষতিসাধন হয়ে আসছে। হুমকির মুখে এলাকার গাছপালা ও ফল-ফলাদি। ইতিমধ্যে এ নব্য ব্রিক ফিল্ড তৈরি করার কারণে একটি ইরি-বোরো স্ক্রিম বন্ধ হয়ে গেছে।
অবশিষ্ট ইরি-বোরো স্ক্রিম গুলো বন্ধ হওয়ার পথে। ইটভাটায় ব্যবহৃত ভারী যান চলাচলের কারণে গ্রামের সরু কাঁচা মাটির রাস্তা লেটকে ছেটকে পড়েছে। এনায়েতপুর হতে কাশিমপুর পর্যন্ত সরকারি পিচ ঢালাই রাস্তাটি চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এছাড়াও প্রায় ২০ একর সরকারি জলাশয় মৎস্য অভয়শ্রম বিনষ্ট হওয়ার পথে। ব্রিকফিল্ডের ধোঁয়ায় ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্থ হচ্ছে, ফল-ফলাদি গাছের মুকুল ঝরে পড়েছে। মানুষ চরম উৎকন্ঠায় দিন পার করে আসছে। এ ইউনিয়নের পূর্বের ইটভাটার পাশাপাশি নতুন করে অবৈধ ভাটা স্থাপনের ফলে বর্ষাকালে নৌ-চলাচল বন্ধের পথে। ফসলি আবাদি জমির মাটি কেটে ইট তৈরি করার কাজে ব্যবহৃত করায়, মাটির উব্রতা কমে ফসল দিনে দিনে কমে যাচ্ছে।
যে কারণে এখানকার কৃষকরা কৃষি কাজ থেকে দিন দিন মনোবল হারাতে বসেছে। এতে করে দেশের মানুষের ধান চালের চাহিদা মেটাতে অফরুন্ত ক্ষতি হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয়দের পক্ষে আবেদনকারী মোহাম্মদ আলী নোমান চাঁদপুর জেলা প্রশাসক বরাবর চাঁদপুর ব্রিক ফিল্ড নামক নব্য ভাটাটি বন্ধের জন্য এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে আকুল আবেদন জানিয়েছেন।
চাঁদপুর ব্রিক ফিল্ড এর সত্ত্বাধিকারী মাকসুদ মিয়া জানান, আমরা পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনে ইট ভাটা গড়ে তুলেছি।
স্থানীয়দের অভিযোগ আমার জানা নাই, জেলা প্রশাসক থেকে এ সংক্রান্ত কোন নোটিশ পাইনি।
স্টাফ করেসপন্ডেট,৬ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur