বাংলাদেশ ও ভারতের অভিন্ন ৬টি নদীর পানি বণ্টনকে প্রাধান্য দিয়ে যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির দু’দিনব্যাপী ভার্চ্যুয়াল বৈঠক শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বুধবার ৬ জানুয়ারি বিকেল ৩ টায় এ বৈঠক শেষ হবে।
মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ৬টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে, সেগুলো হলো— খোয়াই, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী ও গোমতী। এছাড়া, গঙ্গা ও তিস্তার পানি বন্টন, সীমান্তবর্তী নদীগুলোর তীরসুরক্ষা নিয়েও আলোচনা হবে।
প্রঙ্গগত , বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে ১৭ ডিসেম্বর ভার্চ্যুয়াল বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে তাগিদ দেন। দু’ শীর্ষ নেতার বৈঠকের পরই দু’ দেশের মধ্যে জেআরসির বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়।
সে অনুযায়ী জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এরপর আগামি মার্চ মাসে জেআরসির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা ব্যুরো চীফ , ৫ জানুয়ারি ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur