মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।৪ জানুয়ারি সোমবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগ ও ছেংগারচর কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা মোঃ ওয়াশ কুরুনী মুকুল খানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান, পৌর ছাত্রলীগ নেতা কিবরিয়া খান, মোঃ রাজিব,কলেজ ছাত্রলীগ নেতা আশ্রাফুল খান আসিফ, অমি খান, মোঃ সাদ সরকার, মো.আশিক, সাইফুল, মুন্না, অপু, হৃদয়,শাকিল, হাসান,রবিন,মাসুদ, সোহেল প্রমূখ।
পরে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শেষ করা হয়।
নিজস্ব প্রতিবেদক,৫ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur