চাঁদপুরে শাহরাস্তি পৌরসভার সোনাপুর মহল্লার আবুল কাশেমের বসতঘর এবং দোকানঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ ৪ জানুযারি থেকে নগদ বিশ হাজার টাকা আর্থিক অনুদান ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি শিরীন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত ১ জানুয়ারি শুক্রবার রাত ২ টায় শাহরাস্তি পৌর শহরের ৪নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের সোনাপুর পশ্চিমপাড়া আলম গাজী বাড়ি আবুল কালামের ছেলে আবুল কাশেমের বসতঘর, দোকান ও রান্নাঘর সহ তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার জানান।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,৫ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur