চাঁদপুরে কচুয়ায় সিএনজি অটোচালিত মিশুক অসাবধানবশত খালে পড়ে জিয়াউর রহমান (৩২) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার বক্সগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান ওই গ্রামের সুজাত আলী ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, জিয়াউর রহমান নোয়াখালীতে চাকুরি করতেন। ছুটিতে বৃহস্পতিবার রাতে বাড়ির আসার সময় বক্সগঞ্জ গ্রামে আসলে রাস্তা ভাঙ্গার কারণে মিশুক উল্টে সে খালে পড়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur