আবৃত্তিশিল্পীদের যূথবদ্ধ মুখপাত্র হিসেবে যাত্রা শুরু করছে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’। আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়কে আহ্বায়ক এবং রূপা চক্রবর্তীকে সদস্য সচিব করে ইতোমধ্যেই সংসদের ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। একইসঙ্গে দেশের বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত হয়েছে ১৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পর্ষদ।
দেশের সকল আবৃত্তিশিল্পী-কর্মী-সংগঠক, সংস্কৃতির সকল শাখার বন্ধু-স্বজন ও সর্বস্তরের শুভবোধসম্পন্ন মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
নব গঠিত কমিটির সদস্যরা হলেন-
প্রধান উপদেষ্টা : আতাউর রহমান।, উপদেষ্টা : সুবর্ণা মুস্তাফা, এমপি, আবেদ খান, কাজী মদিনা, অধ্যাপক নিরন্জন অধিকারী, সানজিদা আখতার, ম. হামিদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি রাম চন্দ্র দাস, আব্দুল হালিম দোভাষ, কবি আসাদ চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী, কবি মিনার মনসুর, কবি শ্যামসুন্দর সিকদার ও কবি মারুফুল ইসলাম।
সংগঠনটির আহ্বায়ক : জয়ন্ত চট্টোপাধ্যায় এবং যুগ্ম আহ্বায়ক : পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ, বেলায়েত হোসেন, ড. শাহাদাৎ হোসেন নিপু, হাসানুজ্জামান কল্লোল, দেওয়ান সাঈদুল হাসান, জসিম উদ্দিন বকুল।
সদস্য সচিব : রূপা চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব : মাসকুর-এ-সাত্তার কল্লোল, নাজমুল আহসান, আবু নাছের মানিক, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, ফারুক তাহের, সুকান্ত গুপ্ত, মো. মুজাহিদুল ইসলাম।
সদস্য : শামীমা চৌধুরী, অঞ্চল চৌধুরী, জয়ন্ত রায়, তাপস মজুমদার, কাজল ইসলাম, বদরুল হুদা জেনু, রেহানা পারভীন, রতন কুমার দাস, দেবাশিষ বাগচি, আমজাদ দোলন, মিলি চৌধুরী, জহিরুল ইসলাম খান, ড. সোলায়মান কবির সোহেল, শামীমা নাজনীন, কুমার লাভলু, সাফিয়া খন্দকার রেখা, শাহতাজ মুনমুন, নাঈমা রুম্মান, ফয়জুল্লাহ সাঈদ, শুক্লা দাশগুপ্তা, বশিরুল আমিন, প্রণব চৌধুরী, মামুন প্রামাণিক, প্রদ্যোত রায়, সাইফুল ইলসাম, অম্লান অভি, অনিকেত রাজেশ, ইমরান সাগর, বশিরুল আমিন, মাহতাব সোহেল, সারওয়ার নাঈম, মুনা চৌধুরী, লিজা চৌধুরী, লুলুয়া ইসহাক মুন্নী, সৈয়দ এরশাদুল হক মিলন, এনাম আজিজুল ইসলাম, মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন, জেবুন নাহার শারমিন, শারমিন মুস্তারী নাজু, অনির্বাণ চৌধুরী, আসাদুজ্জান রুবেল, মাসুদ রানা ও হাসান মাহাদী লাল্টু।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,৩১ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur