২০২১ খ্রিস্টবর্ষ তথা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের প্রথম দিন থেকে শান্তিময় বিশ্ব কামনা করেছেন।
তিনি বলেন, ২০২১ মুজিব জন্মশতবর্ষ তথা মুজিব বর্ষ। একই সাথে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই ঐতিহাসিক এই সালটির প্রথমদিন থেকে বাংলাদেশসহ সারা বিশ্ব যেনো করোনা ভাইরাস থেকে মুক্তি পায়। সকল অন্যায়, অবিচার, দুর্নীতি, অসঙ্গতি যেনো সমাজ থেকে দূর হয়।
তিনি আরো বলেন, ২০২০ সালটি ছিলো মহাদুর্যোগের বছর। এ বছর মহামারী করোনাভাইরাস সারাবিশ্বকে এক মহাদুর্যোগের মধ্যে ফেলে দিয়েছে। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করবো তিনি যেনো এই মহামারী থেকে বাংলাদেশসহ সারা বিশ্বকে রক্ষা করেন। আর নতুন বছরটি যেনো সকলের জীবন আনন্দময় এবং মঙ্গলময় হয়।
করেসপন্ডেট,৩১ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur