শাহারাস্তি পৌরসভার নবনির্মিত ভবন-২ এর উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি।
পৌর ভবন উদ্বোধন উপলক্ষে পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাজী আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল।
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, কাউন্সিলর মুকবল আহমেদ, তুষার চৌধুরী রাসেল, আব্দুল কুদ্দুস রানা, শাহাব উদ্দিন, নাজির হোসেন পাটোয়ারী, আবুল হোসেন। প্রহল্লাদ দে, বিকাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন নাহার, ছকিনা বেগম, মমতাজ বেগম, রাবেয়া বেগম, পৌর সচিব শেখ মোঃ তোফায়েল, উপ-প্রকৌশলী হাসানুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,২৮ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur