হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চালাতে গিয়ে আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এ নিয়ে শাহজালালের তৃতীয় টার্মিনালের ওই এলাকায় চারটি বোমার সন্ধান পাওয়া গেল।
সোমবার সকাল ১০টার দিকে এই বোমাটি পাওয়া যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান, থার্ড টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল সকালে। এমন সময় শ্রমিকরা দেখতে পান সিলিন্ডার সদৃশ বোমা।
এর আগে, গত ৯ ডিসেম্বর শাহজালালের তৃতীয় টার্মিনালের এই এলাকায় প্রথম একটি বড় আকৃতির বোমা পাওয়া যায়। ২৫০ কেজি ওজনের বোমাটি ‘জেনারেল পারপাস (জিপি) বোমা’ ছিল বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঢাকা ব্যুরো চীফ,২৮ ডিসেম্বর,২০২০;