চাঁদপুর ফরিদগঞ্জে কাজল বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ রোববার উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধু উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর রাঢ়ী বাড়ির মামুন হোসেনের স্ত্রী ও ২ সন্তানের জননী।
জানা গেছে, ১০ বছর পুর্বে উপজেলার ১১ নং চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের সদ্য মৃত শাহজাহান মৃধা মেয়ের কাজল বেগমের সাথে রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মামুন হোসেনের সাথে বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কাজল বেগমের বোন রেখা জানান, বিয়ের পর থেকেই তার বোনকে নানাভাবে নির্যাতন করতো বোন জামাই মামুন হোসেন। এনিয়ে বহুবার সালিশী বৈঠক হয়েছে। ইতিপুর্বে তাকে কয়েক দফা টাকা দেয়া হয় বিদেশ যাওয়ার জন্য। মাত্র ১৭দিন পুর্বে তার বাবা শাহজাহান মৃধার মৃত্যু হয়। কয়েকদিন পুর্বেও তাকে নির্যাতন করেছে।
২৬ ডিসেম্বর রোববার সকালে তার বোনের জামাই মামুন তাকে জানায়, তার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে আটক করা হয়েছে।
প্রতিবেদক:শিমুল হাছান,২৭ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur