ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেছেন, বিশে^র উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ফায়ার সার্ভিস এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নৌপথে নতুন ৮টি রেসকিউ বোট চালু করা হয়েছে। এটি নদীপথে যেকোন দূর্ঘটনা মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবে।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের দরবারহলে ফায়ারকর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অগ্নি সংযোগ নির্বাপণে ৭টি বিভাগে ৪০ থেকে ৪৫ মিটার উচ্চতা সম্পন্ন টিটিএল সংযুক্ত করা হবে। এতে করে উচ্চ ভবনগুলোর অগ্নিসংযোগ নিয়ন্ত্রনে দ্রুত ব্যবস্থা নেয়া যাবে। তিনি বলেন, ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় ১টি করে ফায়ার স্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ উপজেলাগুলো একের অধিক ফায়ার স্টেশন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান, কুমিল্লা অঞ্চলের সহকারি পরিচালক মো. জসিম উদ্দিন, চাঁদপুর অঞ্চলের উপ-সহকারি পরিচালক মো. ফরিদ আহমেদ, সিনিয়র স্টেশন অফিসার মো. লিটন আহমেদ প্রমুখ।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২৫ ডিসেম্বর ২০২০