Home / আন্তর্জাতিক / এক প্যাকেট সিগারেটের বিনিময়ে বিক্রি হচ্ছে কিশোরী!
এক প্যাকেট সিগারেটের বিনিময়ে বিক্রি হচ্ছে কিশোরী!

এক প্যাকেট সিগারেটের বিনিময়ে বিক্রি হচ্ছে কিশোরী!

‎Thursday, ‎09 ‎July, ‎2015  04:36:28 AM

চাঁদপুর টাইমস আন্তর্জাতিক ডেস্ক:

মাত্র এক প্যাকেট সিগারেটের বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে ইরাক ও সিরিয়ার অসংখ্য কিশোরী। এদের বয়স ১৩ থেকে ১৯ বছর মাত্র। ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হাতে অপহৃত এসব বালিকার জীবন চিরতরে চলে যাচ্ছে অনিশ্চয়তার মধ্যে।

জাতিসংঘের যৌন নির্যাতন বিষয়ক দূত জয়নাব বানগুরা এ তথ্য জানিয়েছেন। গত এপ্রিলে জয়নাব বানগুরা ইরাক ও সিরিয়া ভ্রমণ করে এসব চিত্র দেখতে পান। তিনি এর পর থেকে আইএস সংঘটিত এসব ভয়াবহ যৌন নির্যাতনের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণের কাজ করতে শুরু করেন।

বানগুরা বলেন, ‘এটা এমন এক যুদ্ধ, নারীরা যার শিকার হচ্ছিলেন।’ আইএসের ছোবল থেকে যেসব নারী ও কিশোরী পালিয়ে আসতে পেরেছে, বানগুরা তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানতে পান। তিনি সেসব অঞ্চলের ধর্মীয় নেতাদের সঙ্গে দেখা করেন এবং তুরস্ক, জর্দান লেবাননের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন।

জঙ্গিরা নিজেদের দখল করা এলাকায় নারী নিয়ে এ ধরনের অমানবিক ও অবমাননাকর ‘ব্যবসা’ চালাচ্ছে। কিন্তু তাদের ব্যক্তিগত সেবিকা হিসেবে কী পরিমাণ নারী রয়েছে, তার কোনো হিসাব পাননি বানগুরা। তিনি বলেন, ‘ওরা নতুন এলাকা দখল করে সেখান থেকে নারীদের ধরে নিয়ে যায়। তাদের বিক্রি করা হয় সর্বনিম্ন এক প্যাকেট সিগারেট থেকে সর্বোচ্চ কয়েক হাজার ডলারের বিনিময়ে।’

এসব নারীর মধ্যে বেশিরভাগই ইয়াজিদি সম্প্রদায়ের বলে উল্লেখ করেন বানগুরা। জিহাদিরা এ সম্প্রদায়ের মেয়েদেরই টাগেট করে থাকে। তাদের একটা বাড়িতে আটকে রাখা হয়। সেখান থেকে বিক্রি করা হয়। আর তারা প্রায় অর্ধোলঙ্গ থাকে এবং তাদের মধ্যে কোনোরকম গোপনীয়তার আবরণ রাখা হয় না।

বানগুরা বলেন, ‘পুরুষরা তাদের কিনতে আসে। দেখে দেখে দরদাম করা হয়।’ এসব কিশোরীকে টোপ হিসেবে ব্যবহার করা হয় বিদেশি যোদ্ধাদের সামনেও। আইএসের পক্ষে যুদ্ধ করতে এসে তারা উপহার পায় এসব কিশোরীকে।

বানগুরা বলেন, তরুণ যুবাদের আইএস এভাবেই আকৃষ্ট করে। বলা হয়, আমাদের কাছে অনেক সুন্দরী রয়েছে। তোমরা ওদের বিয়ে করতে পার।’

জাতিসংঘ দূত বলেন, ‘জিহাদিরা কিশোরীদের মধ্যযুগীয় পন্থায় নির্যাতন চালায়। আর তারা পৃথিবীকে ১৩ শতকের অবস্থায় নিয়ে যেতে চায়।’

ভিডিও-১ (অত্যাচারের বর্ণনা দিচ্ছেন এক নারী)

ভিডিও-2, আইএস এক নারী যোদ্ধার সাক্ষাতকার

https://youtu.be/sn4SRJMCQZA

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না