চাঁদপুর সদর উপজেলাধীন ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের কর্মী গৌরাঙ্গ দে কে কুপিয়ে জখম করার ঘটনা খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টায় ওই ইউনিয়নের কুমারডুগি এলাকার কেতুয়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মৃত মৃরন জয় দের ছেলে গৌরাঙ্গ দে (২৫) তাদের জমিতে ধান রোপণ করতে গেলে তাকে বাধা প্রধান করে হামলাকারীরা।
এ ব্যাপারে গৌরাঙ্গ দে জানান যে, জমিতে সকালে ধান রোপণ করার জন্য ধানি জমি হাল চাষের জন্য গেলে ওই এলাকার মৃত দৌর আলি পাটোওয়ারীর ছেলে শাজাহান পাটোওয়ারী (৫০) তাকে ডেকে ধান চাষের কাজ বন্ধ রাখার জন্য বলে। বিষয়টি জানতে চাইলে তার ছেলে সৈকত পাটোওয়ারী (২২), একই গ্রমের রুস্তম খাঁনের ছেলে সোহাগ খাঁন ভুট্টু (২৮) তাকে ক্ষুর ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।
বর্তমানে তিনি চাঁদপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মো. জাবেদ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৬:০০ পিএম, ১২ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur