চাঁদপুর মতলব দক্ষিণে নারায়নপুরে ওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কামরুজ্জামান মুন্সীকে সভাপতি, সাইফুল ইসলামকে সহ- সভাপতি, জাহিদ খান বাবুকে সাধারণ সম্পাদক, তোফায়েল আহমেদ ও রিপন হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
১৮ ডিসেম্বর মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক চন্দন শাহ, বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, আতাউর রহমান ( ভিপি আতাউর), শওকত আলী বাদল, পারভেজ দেওয়ান ও শেখ ফজলুল করিম সেলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।
সময়োপযোগী কমিটি ঘোষণা করায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এবং চাঁদপুর জেলার আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন মোঃ বাবর ও মতলব দক্ষিণ উপজেলার যুবলীগের সকল যুগ্ম আহবায়কদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২২ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur