ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের বীর মুক্তিযুদ্ধা দেলোয়ার পাটওয়ারী(৬৭) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন সম্পন্ন হয়েছে।
২০ ডিসেম্বর রোববার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৪ টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দেলোয়ার পাটওয়ারী দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর পিজি হাসপাতাল ও মহাখালি ক্যান্সার হাসপাতালে তিন মাস চিকিৎসারত অবস্থায় থাকার পর ক্যান্সার প্রতিশেধক কেমো দিয়ে বাড়ি ফেরার পর ১৯ ডিসেম্বর (শনিবার) সন্ধা ৭টা ৪০মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ বহুগুনাগ্রহী রেখে যান।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা কমান্ডার শহীদ উল্লাহ্ তপদার, ওসি তদন্ত বাহার উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল হাসান সউদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন মঞ্জিলসহ এলাকাবাসীরা।
প্রতিবেদক:শিমুল হাছান,২১ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur