ফরিদগঞ্জে ধান কাটার বিষয় নিয়ে কথাকাটির ঘটনাকেন্দ্র করে হামলার ঘটনায় দুই জন আহত হয়েছেন। উপজেলার উত্তর চরবড়ালি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর আহত রফিকুল ইসলাম (৪০) নামে একজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রফিকুল ইসলামের সাথে পাশ^বর্তী বাড়ির মনির হোসেনদের সাথে ধান কাটার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনির হোসেনসহ লোকজন রফিকুল ইসলামের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তার পায়ের রগ কেটে দিয়ে শ^াসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। তাকে বাঁচাতে এসে পাশ্ববর্তী জাহাঙ্গীর হোসেন (৫০) নামে একজন আহত হয়।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দুইজনকে উদ্ধার করে রফিকুল ইসলামকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। অন্যদিকে জাহাঙ্গীর হোসেন স্থানীয় ভাবে চিকিৎসা নেয়।
এব্যাপারে রফিকুল ইসলামের ভাই রাকিবুল ইসলাম জানান, তারা বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্তদের খুঁজতে এলাকায় গেলেও তারা পালিয়ে যায়। বর্তমানে আহত রফিকুল ইসলাম চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার এস আই জালাল জানান, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার তদন্ত চলছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।
প্রতিবেদক:শিমুল হাছান,২০ ডিসেম্বর ২০২০