Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিজয় দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
farid-...

ফরিদগঞ্জে বিজয় দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে । ১৬ ডিসেম্বর বুধবার প্রত্যুষে উপজেলা সদরস্থ কেন্দ্রিয় শহিদ মিনারের অবস্থিত শহিদ স্মৃতি স্তম্ভে মুহম্মদ শফিকুর রহমান এমপির পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এছাড়া শহিদ মিনারে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শহিদ উল্ল্যা তপদার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম,মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.মনিরু জ্জামান প্রমুখ। আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। ১৬ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনায় সভায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইস -চেয়ারম্যান মাজুদা বেগম,সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শহিদ উল্ল্যা তপদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন প্রমুখ ।

মো. সিমুল হাসান , ১৬ ডিসেম্বর ২০২০