প্রধানমস্ত্রী শেখ হাসিনার শতভাগ শিক্ষিত জাতি ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরণ করেছেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন।
১৪ ডিসেম্বর সোমবার ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আলোয়া খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য ওমর ফারুক, পৌরসভা যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন টিটু, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুভির্তা মজুমদার, নারগীস ফাতেমা, শিক্ষক তাজল ইসলাম, হেলাল উদ্দিন, দিন মোহাম্মদ প্রমূখ।
প্রতিবেদক:শিমুল হাছান,১৪ ডিসম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur