প্রায় দেড়মাস চলমান ২৪ দলের অংশগ্রহনে গল্লাক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৩ ডিসেম্বর রোববার বিকেলে গল্লাক ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রীকালিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কৃষ্ণপুর একাদশ।
দিনের প্রথম অধ্যায়ে চাঁদপুর জেলা জজ কোর্টের আইনজীবী এড. মোহাম্মদ আলী হোসেন মজুমদার খেলা উদ্বোধন করেন।
পুরস্কার বিতরন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আ. গনি পাটোওয়ারী বাবুল ও সভাপতিত্ব করেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আ. ছাত্তার পাটোওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেনজীর আহমেদ সুমন, তাভাচ্চুম আহমেদ, বিএনপি নেতা মাহবুব মোরশেদ কচি ও ইমাম হোসেন প্রমুখ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৩ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur