হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডি সুজা (৪৬) মুম্বাইয়ের কোকিলাবন হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন আছেন।
শুক্রবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মুম্বাইয়ের ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর এনডিটিভির।
রেমো ডি সুজা স্ত্রী গণমাধ্যমকে বলেন, ব্লকের কারণেই এই হার্ট অ্যাটাক হয়েছে। এনজিওগ্রাম করার পর বিষয়টি নিশ্চিত হয়েছেন চিকিৎসক।
রেমো এখন আইসিইউতে আছেন। তার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান তিনি। চিকিৎসক বলেছেন, আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রেমো ডি সুজা বলিউডের অসংখ্য সিনেমায় নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন।
পরিচালক হিসেবেও উপহার দিয়েছেন- ‘স্ট্রিট ড্যানসার থ্রিডি’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’, ‘আ ফ্লাইট জেট’ নামে কয়েকটি নৃত্যনির্ভর হিট সিনেমা।
বার্তাকক্ষ, ১২ ডিসেম্বর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur