Home / চাঁদপুর / জাতির পিতার সম্মান রক্ষায় কোটি কোটি মানুষ জাগ্রত : চাঁদপুর ডিসি
Dc-..

জাতির পিতার সম্মান রক্ষায় কোটি কোটি মানুষ জাগ্রত : চাঁদপুর ডিসি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চাঁদপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেন,‘জাতির পিতার সম্মানকে অক্ষুন্ন রাখার জন্য এদেশের কোটি কোটি মানুষ জাগ্রত । জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান।এ স্লোগানকে ধারণ করে কুষ্টিয়া জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চাঁদপুর জেলায় কর্মরত জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।’

১২ ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান।

এ সময় তিনি বলেন‘যে মহামানবের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। যে পিতার জন্ম না হলে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না।দুষ্কৃতকারীরা সেই মহামানবের ভাস্কর্যের ওপর আঘাত হেনেছে। তারা শুধু ভাস্কর্যের ওপর আঘাত হানেনি। তারা জাতির পিতার আদর্শের প্রতি আঘাত হেনেছে। জাতীয় জাতির পিতা জাতীয় সম্পদের প্রতি তারা আঘাত হেনেছে।’

তিনি বলেন ,‘ সারা পৃথিবীতে যত উন্নয়ন হয়েছে তার মধ্যে জাতির পিতার নাম টিও অন্যতম। তার উন্নয়নের অনেক উদাহরণ রয়েছে। এ উদাহরণের অনেক কিছু অনেকের কাছে ভালো লাগবে না। আর তারাই সে ভাস্কর্যের প্রতি আঘাত হেনেছে। আমরা যদি সঠিক দেশপ্রেম নিয়ে কাজ না করতে পারি তাহলে এসব দুষ্কৃতকারীরা তাদের এসব অপকর্ম চালিয়ে যাবে।

Dc2

তিনি আরো বলেন,‘জাতির পিতা আমাদের জাতীয় সম্পদ। যেকোনো মূল্যে আমরা জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখবো। এখনই সময় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর। কারণ দুষ্কৃতিকারীরা শুধু জাতির পিতার ভাস্কর্যের উপরে আঘাত দেননি তারা বাঙালি জাতির মেরুদণ্ডের ওপর আঘাত হেনেছে। তার আঙ্গুলের ওপর আঘাত হেনেছে। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছি। আমরা আমাদের কাজের মধ্য দিয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে একটি আদর্শিক জায়গা নিয়ে আসতে চাই। তার সম্মানকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে কাজ করে যাবো।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম,পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম,চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মো.হাবিব উল-করিম,সিভিল সার্জন ডা.মো.সাখাওয়াত উল্লাহ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শাহাবুদ্দিন আহমেদ,চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কার্নিজ ফাতেমা,এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস বিশ্বাস,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্ল্যাহ, ৩য় ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি এস এম মিজানুর রহমান, কালেক্টরেট কর্মচারী সমিতির উপদেষ্টা সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় চাঁদপুর জেলায় কর্মরত জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কবির হোসেন মিজি , ১২ ডিসেম্বর ২০২০
এজি