চাঁদপুর ফরিদগঞ্জে একেইদিনে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ছামাদিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে দুপুরে মোটর ধাক্কায় পেয়ারা বেগম(৫৫) নামে একজন আহত হয়।
স্থানীয়রা পেয়ারা বেগমকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।
অপর দূর্ঘটনাটি উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের জামতলা এলাকায়। মালামাল বোঝাই ভ্যানগাড়ীর সাথে বিপরিতদিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে আশরাফুল ইসলাম অনিকসহ মোটর সাইকেলের তিন আরোহী আহত হয় ।
প্রতিবেদক:শিমুল হাছান,১০ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur