কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৯ ডিসেম্বর বুধবার চাঁদপুর শহরের শপথ চত্বরে সকাল ১১টায় চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার তার বক্তব্যে বলেন, যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা এদেশের উন্নয়ন চায়না তারাই শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করে তুলেছে,যারা মূর্তি ও ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরি করছে এছাড়াও কুষ্টিয়ায় বঙ্গন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এম এ হাসান লিটন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, পৌর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কিশোর সিংহ রায়,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান,আরিফ হোসেন খান,দপ্তর সম্পাদক তুহিন গাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক : আনোয়ারুল হক, ৯ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur