যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন, তিনি ক্ষমতা নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে আমেরিকানদের ১০ কোটি করোনার টিকা দেয়ার লক্ষ্য পূরণ করবেন।
বাইডেন আরো বলেছেন, তার প্রশাসন আবার স্কুল খুলে দিতে এবং সবাই যেন মাস্ক পরে তার ওপর জোর দিবে।
ডেলাওয়ারের উইলমিংটনে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বাইডেন বলেছেন, আমার প্রথম ১০০ দিনে করোনা ভাইরাস শেষ হয়ে যাবে না। সেটা আমি ওয়াদা করতে পারবো না। আমরা হঠাৎ করেই এই বিপদে জড়াইনি আর তাই হঠাৎ করেই উঠেও আসা যাবে না।
সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, প্রথম ১০০ দিনে আমরা রোগের গতিপথ বদলে দিতে পারি এবং আরো ভাল কিছুর জন্য আমেরিকার জীবন পাল্টে দিতে পারি।
এছাড়া এদিন বাইডেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে তার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এবং রোশেল ওয়ালেনস্কিকে জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান হিসেবে মনোনয়ন দেন। বিবিসি, এনডিটিভি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur