মৌলবাদী তৎপর রুখতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠীত হয়েছে। ৭ ডিসেম্বর সোমবার সকালে শহরের শপথ চত্বর মোড়ে তা অনুষ্ঠীত হয়।
জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য হাফর ইকবাল মুন্নার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফেরদৌস মুর্শেদ জুয়েলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আমরামুক্তিযুদ্ধার সন্তান জেলা শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মাহতাব হোসেন রাসেল, সৈয়দ লুৎফুর রহমান এসেলার,সাংগঠনিক সম্পাদক আসাদূজামান সোহাগ,সদস্য তামিম হাসান, সদর উপজেলা শাখার সভাপতি সুমন সরকার জয়, সাধারন সম্পাদক অপু চৌধূরী,সহ সভাপতি আয়শা আক্তার শ্যামলী, পৌর কমিটির সভাপতি কাউসার আহমেদ, সাধারন সম্পাদক আতিকুর রহমান সোহান ভূইয়া।
বক্তারা,বলেন, আমরা যারা এখানে আছি তারা,সবাই মিক্তিযুদ্ধার সন্তান। আমাদের পিতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সে দিন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে জীবন বাজি রেখে। বঙ্গবন্ধুর ডাকে ও নেতৃত্বে মুক্তিযুদ্ধারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। যখন ইরাক কুয়েতে যুদ্ধ হয়েছে তখন সে দেশে ভাস্কর্য ভাংচুর করেছে সাদ্দাম। তার পরিনতি কি হয়েছে বিশ্ববাসী দেখেছে। বঙ্গবন্ধুর কণ্যা,শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে। তা দেখে স্বাধীনতা বিরোধী চক্র প্রতিহিংসা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। আমাদের দেশে দৃশ্যমান পদ্মা সেতুসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। মৌলবাদী চক্র তা সহ্য করতে না পেরে কুষ্টিয়ায় বঙ্গন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। অভিযুক্তদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগরায় দাঁড় করাতে প্রধানমন্ত্রীর দাবি জানাই।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৭ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur